রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন ট্র্যাজেডি: শোকবার্তা দিল ম্যানচেস্টার ইউনাইটেডও

স্পোর্টস ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ০৩:২৬ পিএম

মাইলস্টোন ট্র্যাজেডি: শোকবার্তা দিল ম্যানচেস্টার ইউনাইটেডও

ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গোটা দেশ শোকে স্তব্ধ। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৫-এ দাঁড়িয়েছে, যাদের অধিকাংশই শিশু। এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ও প্রতিষ্ঠান শোক প্রকাশ করছে। এরই ধারাবাহিকতায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনার পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও তাদের গভীর সমবেদনা জানিয়েছে।

 রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনার পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও শোক প্রকাশ করেছে। গতকাল (শুক্রবার) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক বিবৃতিতে ইংলিশ ক্লাবটি এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।






ম্যানচেস্টার ইউনাইটেডের বিবৃতিতে লেখা হয়, “ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত, সবার প্রতি ভালোবাসা ও গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।”

এর আগে গত ২৩ জুলাই এক চিঠিতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এই ট্র্যাজেডিতে তাদের শোক প্রকাশ করেছিল। কাতালান ক্লাবটি তাদের বিবৃতিতে জানায়, “সম্প্রতি ঢাকার একটি স্কুলে ঘটে যাওয়া এক মর্মান্তিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।”

এই হৃদয়বিদারক ঘটনায় দেশের ক্রীড়াঙ্গনও গভীর শোক প্রকাশ করেছে। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের মেয়েরা নিহতদের উদ্দেশ্যে তাদের ট্রফি উৎসর্গ করে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানবিক সহায়তায় প্রদান করার ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর এই ধরনের মানবিক সমর্থন বাংলাদেশের মানুষের জন্য কিছুটা হলেও সান্ত্বনা নিয়ে এসেছে।