জুলাই ২৬, ২০২৫, ০৩:১৫ পিএম
ইকুয়েডরে চলমান নারী কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিল দুটি ভিন্ন গ্রুপ থেকে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আর্জেন্টিনা 'এ' গ্রুপে সবকটি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে, ব্রাজিলও 'বি' গ্রুপে অপরাজিত থেকে গ্রুপসেরা হয়েছে। এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর চোখ ফাইনালের দিকে, তবে তার আগে তাদের সেমিফাইনালের বাধা পার করতে হবে।
নারী কোপা আমেরিকায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল উভয় দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করলেও 'বি' গ্রুপে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। অন্যদিকে, 'এ' গ্রুপে টানা চার ম্যাচ জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা।
শনিবার (২৬ জুলাই) 'বি' গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের মেয়েরা ১০ জনের দল নিয়ে খেললেও কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে। ম্যাচের মাত্র ২৪ মিনিটে গোলরক্ষক লোরেনা ডি সিলভা লাল কার্ড দেখায় সেলেসাও মেয়েরা চাপে পড়ে। তবে শেষ পর্যন্ত কলম্বিয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। এই ড্রয়ের ফলে ব্রাজিল ৩ জয় ও ১ ড্র নিয়ে ১০ পয়েন্ট অর্জন করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পৌঁছেছে। অন্যদিকে, কলম্বিয়া ৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে।
এর আগে 'এ' গ্রুপে আর্জেন্টিনা শতভাগ জয় নিয়ে ১২ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। উরুগুয়ে ৭ পয়েন্ট নিয়ে ওই গ্রুপের রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয়।
কোপার সেমিফাইনালে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 'বি' গ্রুপের রানার্সআপ কলম্বিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার ভোর ৬টায়।
অন্যদিকে, 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ 'এ' গ্রুপের রানার্সআপ উরুগুয়ে। ব্রাজিল ও উরুগুয়ের মধ্যকার এই সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার ভোর ৬টায়।
এবারের কোপা আমেরিকায় ফুটবলপ্রেমীরা এক রোমাঞ্চকর ফাইনালের প্রত্যাশা করছেন, যেখানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হতে পারে।
আপনার মতামত লিখুন: