বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

এশিয়া কাপ দলে নুরুল হাসান সোহান: কেন ফিরলেন?

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ০৭:৩৪ পিএম

এশিয়া কাপ দলে নুরুল হাসান সোহান: কেন ফিরলেন?

ছবি- সংগৃহীত

আগামী সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এই দলে দীর্ঘ তিন বছর পর টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। তার অন্তর্ভুক্তির বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

মিরপুরে সংবাদ সম্মেলনে লিপু জানান, প্রতিটি নির্বাচনের পেছনে একটি প্রক্রিয়া থাকে এবং সোহানের ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি বলেন, সোহানকে টি-টোয়েন্টি দলে নেওয়া নিয়ে শ্রীলঙ্কা সফরের সময়ও আলোচনা হয়েছিল, কিন্তু তখন প্রথম একাদশে তার খেলার সম্ভাবনা কম ছিল। লিপু বলেন, "ওই সময় আমরা ভেবেছি, সে যদি প্রস্তুতির জন্য গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট খেলে...আমরা জানতাম সে 'এ' দলের হয়ে ডারউইনে খেলতে যাবে। তো তারও একটা প্রস্তুতি হয়ে যায়।"

লিপু আরও বলেন, সোহানকে মূলত জাকের আলীর ব্যাকআপ হিসেবে দলে নেওয়া হয়েছে। "দুর্ভাগ্যবশত আমাদের লাইক টু লাইক রিপ্লেসমেন্টের জায়গায় খুব বেশি বিকল্প পারফর্মার নেই। তার ক্রিকেটের ধরণ, বিশেষ করে পাঁচ-ছয় নম্বরে ব্যাটিংয়ের জন্য আমরা মনে করি সে একটি খুব ভালো পছন্দ। জাকের আলীর ব্যাকআপের ক্ষেত্রে এই মুহূর্তে তাকে সেরা মনে করছি," বলেন লিপু।

অস্ট্রেলিয়ায় 'এ' দলের হয়ে ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সোহান। এছাড়া ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। প্রধান নির্বাচক আশা করেন, এশিয়া কাপের মতো বড় মঞ্চে আসার আগে এই প্রস্তুতি তার জন্য সহায়ক হবে।