রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
খেলা

এসিসি সভা বয়কটে ভারত, শঙ্কা এশিয়ান ক্রিকেটে?

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৯, ২০২৫, ০৪:৩৮ পিএম

এসিসি সভা বয়কটে ভারত, শঙ্কা এশিয়ান ক্রিকেটে?

সংগৃহীত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে এসে বেঁকে বসেছে ক্রিকেট পরাশক্তি ভারত। ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) খবর প্রকাশ করেছে যে, ভারত সভার স্থান পরিবর্তনের জন্য এসিসির কাছে আরজি জানিয়েছে। তবে এই আবেদনে এসিসি সভাপতি মহসিন নাকভি সাড়া না দেওয়ায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বার্ষিক সভা বয়কট করার হুমকি দিয়েছে। এই ঘটনা এশিয়ার ক্রিকেটে নতুন করে জটিলতা সৃষ্টি করেছে।

 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই কেবল নিজেই সভা বয়কট করার হুমকি দেয়নি, বরং শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দেশগুলোকেও একই পথে হাঁটতে বাধ্য করছে। একই কারণে ভারতের সঙ্গে এই সভা বয়কট করতে চায় আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওমানের ক্রিকেট বোর্ড বলেও খবর প্রকাশিত হয়েছে। তবে এসব বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে।

এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, এজিএমে কোনো সিদ্ধান্ত নিতে হলে সব দলকেই সেখানে মত দিতে হবে। অর্থাৎ, এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে ভারত-শ্রীলঙ্কার মতো দেশের প্রতিনিধি থাকতেই হবে। তাই এসব প্রভাবশালী দেশ যদি এই এজিএম বয়কট করে, তাহলে সভার ভবিষ্যৎ এবং কার্যকারিতা গুরুতর প্রশ্নের মুখে পড়বে। বৈঠকের আর সপ্তাহ খানেকেরও কম সময় বাকি থাকলেও, এসিসি এখনো স্থান পরিবর্তনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

 

ভারতের এমন গোঁড়ামির কারণে এখন আগামী এশিয়া কাপের ভবিষ্যৎও শঙ্কার মুখে পড়ে গেছে। ঢাকায় অনুষ্ঠিতব্য এসিসির এই সভাতেই আগামী এশিয়া কাপের সূচি চূড়ান্তকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিন্তু যদি ভারত-শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশ সভা বয়কট করে, সেক্ষেত্রে শুধু এশিয়া কাপই নয়, এশিয়ার ক্রিকেট-ই ঘোর অনিশ্চয়তার মুখে পড়বে। এই পরিস্থিতি এশিয়ার ক্রিকেট কূটনীতিতে ভারতের আধিপত্য এবং অন্যান্য বোর্ডের ওপর তার প্রভাবের বিষয়টি আবারও সামনে এনেছে।