শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

চিলির বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ঘোষণা: অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:২৭ এএম

চিলির বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ঘোষণা: অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল

ছবি - সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ প্রান্তে এসে আগামীকাল (৪ সেপ্টেম্বর) চিলির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচকে সামনে রেখে সেলেসাও কোচ কার্লো আনচেলোত্তি সম্ভাব্য একাদশ ঘোষণা করেছেন, যেখানে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার দারুণ সমন্বয় দেখা গেছে। এই একাদশে আছেন অ্যালিসন, ওয়েসলি, মারকিনিউস, গাব্রিয়েল, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, এস্তেভাও, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং জোয়াও পেদ্রো।

চলতি বাছাইপর্বে ব্রাজিলের পারফরম্যান্স কিছুটা ওঠানামা করলেও তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে এস্তেভাও, মার্টিনেল্লি ও জোয়াও পেদ্রোদের মতো তরুণরা সাম্প্রতিক ম্যাচগুলোতে নজর কেড়েছেন। বেঞ্চ থেকে সুযোগ পেতে পারেন লুকাস পাকেতা, রিচার্লিসন কিংবা স্যামুয়েল লিনোর মতো তারকারা। অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো ও গিমারেস দলের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আক্রমণভাগে রাফিনিয়া ও মার্টিনেল্লির গতি চিলির রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

ব্রাজিল স্কোয়াড:

  • গোলরক্ষক: অ্যালিসন, বেন্টো, হুগো সৌজা।

  • ফুলব্যাক: ওয়েসলি, ভ্যান্ডারসন, ডগলাস সান্তোস, কাইও হেনরিক।

  • ডিফেন্ডার: মারকিনিউস, গাব্রিয়েল, আলেক্সসান্দ্রো রিবেইরো, ফ্যাব্রিসিও ব্রুনো।

  • মিডফিল্ডার: কাসেমিরো, ব্রুনো গিমারেস, আন্দ্রে সান্তোস, জ্যঁ লুকাস, লুকাস পাকেতা।

  • ফরোয়ার্ড: রাফিনিয়া, এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, রিচার্লিসন, কাইও জর্জ, লুইজ হেনরিক, স্যামুয়েল লিনো।