বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

রাতে যেসব অঞ্চলে ঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩০, ২০২৫, ০৬:৫১ পিএম

রাতে যেসব অঞ্চলে ঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ছবি- সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর আজ রাতের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে। সব এলাকার নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত সময়ে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।