জুলাই ২৬, ২০২৫, ১২:২০ পিএম
সড়ক দুর্ঘটনা বাংলাদেশের একটি নিত্যনৈমিত্তিক সমস্যা, যা প্রতিনিয়ত অসংখ্য প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কারণ হয়। প্রায়শই চালকদের অসতর্কতা, যান্ত্রিক ত্রুটি এবং সড়কের অব্যবস্থাপনার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে। সম্প্রতি, রাজশাহী-নওগাঁ মহাসড়কে দুটি মালবাহী ট্রাকের সংঘর্ষে একজন ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে, যা আবারও দেশের সড়ক নিরাপত্তার প্রশ্নকে সামনে এনেছে।
রাজশাহী-নওগাঁ মহাসড়কের চৌদ্দমাইল নামক স্থানে দুটি চলন্ত ট্রাকের সংঘর্ষে এক ট্রাক হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক হেলপারের নাম শ্রাবণ (২২)। তার বাড়ি রাজশাহীর পবা এলাকায়।
রাজশাহীর মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে রাজশাহী থেকে নওগাঁগামী পাথর ও বালুবোঝাই দুটি ট্রাক আগে-পিছে যাচ্ছিল। যান দুটি চৌদ্দমাইল নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা পাথরবোঝাই ট্রাকটি সামনের বালুবোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি ট্রাকই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পাথরবোঝাই ট্রাকের হেলপার শ্রাবণ মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহত শ্রাবণের লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁর মান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, নিহত হেলপারের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন: