শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

পদ্মা সেতুতে শুরু হচ্ছে ইলেকট্রনিক টোল আদায়

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৮:০২ পিএম

পদ্মা সেতুতে শুরু হচ্ছে ইলেকট্রনিক টোল আদায়

ছবি - সংগৃহীত

বাংলাদেশের সেতু অবকাঠামো ব্যবস্থাপনায় প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি), যা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। এটি দেশের টোল ব্যবস্থাপনায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এই স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর ফলে ম্যানুয়াল টোল আদায়ের কারণে সৃষ্ট যানজট ও সময় নষ্টের ভোগান্তি দূর হবে।

ইটিসি পদ্ধতিতে, গাড়ির উইন্ডশিল্ডে সংযুক্ত একটি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) ট্যাগ ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করা হবে। টোল প্লাজার গেটে বসানো বিশেষ ক্যামেরা গাড়ির নম্বর শনাক্ত করে টোল কেটে নেবে এবং সঙ্গে সঙ্গে গেট খুলে দেবে। এতে দ্রুত টোল আদায় হবে, যা সময় এবং জ্বালানি খরচ উভয়ই সাশ্রয় করবে।

ইটিসি ব্যবস্থার জন্য গত ১ সেপ্টেম্বর থেকে যানবাহন নিবন্ধনের কাজ শুরু হয়েছে। ব্যবহারকারীরা সাতটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান এবং ৩৬টি ব্যাংকের অ্যাপের মাধ্যমে অগ্রিম অর্থ জমা দিতে পারবেন। বিকাশ, রকেট, নগদ, উপায়সহ অন্যান্য জনপ্রিয় এমএফএস প্ল্যাটফর্ম এই ব্যবস্থার আওতায় থাকছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ইতোমধ্যে কয়েকটি শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্পের অধীনে এবং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম একপের সহযোগিতায় এই প্রযুক্তি তৈরি করা হয়েছে।

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, পদ্মা সেতুর পর ধাপে ধাপে যমুনা সেতু, মুক্তারপুর সেতু ও বঙ্গবন্ধু টানেলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও ইটিসি চালু করা হবে। এছাড়াও, ভবিষ্যতে ভিসা, মাস্টারকার্ডসহ আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থাও ইটিসির সঙ্গে সংযুক্ত করা হবে।