শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

রাজবাড়ীর সাহসী সন্তানেরা সংসদে: সারজিসের আশার বাণী!

বিনোদন ডেস্ক

জুলাই ১৮, ২০২৫, ০৩:০৮ পিএম

রাজবাড়ীর সাহসী সন্তানেরা সংসদে: সারজিসের আশার বাণী!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম প্রধান সংগঠক সারজিস আলম বলেছেন, রাজবাড়ীর সাহসী সন্তানেরাই আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদে নেতৃত্ব দেবে। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

সারজিস আলম তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং 'জুলাই গণঅভ্যুত্থানের' শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, যারা বাংলাদেশের মানুষকে বিভাজিত করেছে, গুম করেছে, খুন করেছে, সেই 'মুজিববাদী' আদর্শ থেকে মুক্তিযুদ্ধকে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, যারা বাংলাদেশকে 'দিল্লির হাতে তুলে দিয়ে তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল', তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। এই লড়াইয়ে রাজবাড়ীর জনগণ তাদের পাশে থাকবে বলে তিনি বিশ্বাস করেন।

এনসিপির এই নেতা জোর দিয়ে বলেন, রাজবাড়ীর সাহসী সন্তানেরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ হয়েছেন। সেই শহীদদের আদর্শ ও আকাঙ্ক্ষাকে তারা ধারণ করেন এবং বিশ্বাস করেন যে তাদের কেউ পরাজিত করতে পারবে না। তিনি বলেন, লড়াই করেই বাংলাদেশের মানুষ বেঁচে থাকে। সারজিস আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিলসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

 জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি সারাদেশে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো বর্তমান রাজনৈতিক সংকট থেকে মুক্তির পথ খোঁজা এবং একটি 'নতুন বাংলাদেশ' বিনির্মাণের আহ্বান জানানো। এই পদযাত্রা চলাকালীন বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে। সারজিস আলমের এই বক্তব্য এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং রাজবাড়ীকে কেন্দ্র করে তাদের আশাবাদকে তুলে ধরছে।