বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

১৫ আগস্ট পোস্ট দেওয়ায় শিল্পী-সাকিবের ছবিতে জুতা নিক্ষেপ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৫, ১১:২৬ এএম

১৫ আগস্ট পোস্ট দেওয়ায় শিল্পী-সাকিবের ছবিতে জুতা নিক্ষেপ

ছবি- সংগৃহীত

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় বিভিন্ন ক্ষেত্রের তারকা ও গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবিতে জুতা নিক্ষেপের মতো কঠোর কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে 'ফ্যাসিস্টবিরোধী ছাত্রজনতা' নামক একটি ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির আয়োজকদের একজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান শাহরিয়ার গণমাধ্যমকে জানান, তারা স্বাধীনতাসংগ্রামে শেখ মুজিবুর রহমানের অবদানকে অস্বীকার করেন না। তবে ১৫ আগস্টকে ঘিরে একদল আওয়ামীপন্থি সাংস্কৃতিক ব্যক্তি ও শিল্পী ফেসবুকে পোস্ট দিয়েছেন, যা তারা 'আওয়ামী ফ্যাসিবাদকে স্বাভাবিকীকরণের' প্রচেষ্টা হিসেবে দেখছেন। তার মতে, এই সাংস্কৃতিক গোষ্ঠী ভবিষ্যতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে, আর তারই প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেছেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা একটি ব্যানারে ছবি প্রদর্শন করে তাতে জুতা নিক্ষেপ করেন। ব্যানারে যাদের ছবি ছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, অভিনেতা শাকিব খান, চঞ্চল চৌধুরী, অভিনেত্রী জয়া আহসান, মেহের আফরোজ শাওন, শম্পা রেজা, আবদুন নূর তুষার, সাজু খাদেম, কচি খন্দকার, শরাফ আহমেদ জীবন, সংগীতশিল্পী রাহুল আনন্দ, আর্টসেলের জর্জ লিংকন ডি কস্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন এবং সাংবাদিক জ ই মামুন ও সাহেদ আলম।

এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই এই ধরনের কর্মসূচির তীব্র নিন্দা জানিয়েছেন এবং একে দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক ঐতিহ্যের প্রতি চরম অবমাননা হিসেবে আখ্যায়িত করেছেন। বিশেষ করে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবির পাশাপাশি সাকিব আল হাসান ও জয়া আহসানের মতো জনপ্রিয় তারকাদের ছবিতে জুতা নিক্ষেপের ঘটনাটি জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে।