মোস্তাফিজুর রহমান
সেপ্টেম্বর ৩, ২০২৫, ০১:১৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নে খাস জায়গা জোরপূর্বক দখল করে বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রুহুল আমিন নামে এক ব্যক্তি স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন।
অভিযোগকারী রুহুল আমিন জানান, প্রায় পাঁচ বছর আগে তিনি ওই এলাকায় ১২ শতাংশ জমি কিনে বাড়ি করার প্রস্তুতি নেন। কিন্তু তার বাড়ির সামনের পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৩ শতাংশ খাস জায়গা ইয়াকুব মিয়া ও আব্দুল করিম নামে দুই ব্যক্তি দখল করে নেন। এতে রুহুল আমিনের চলাচলে নানা বাধা সৃষ্টি হচ্ছে। তার অভিযোগ, এর ফলে তিনি নিজের জমিতে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছেন না এবং গবাদিপশুর খাদ্য রাখার জায়গাটিও ব্যবহার করতে পারছেন না।
অভিযোগে আরও বলা হয়, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে মৌখিক মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান হয়নি। গত ১ সেপ্টেম্বর ইয়াকুব মিয়া দেশীয় অস্ত্র নিয়ে তার সঙ্গীদের সহায়তায় পুরো জায়গাটি টিন দিয়ে ঘিরে ফেলেন, যা রুহুল আমিনের পরিবারের জন্য চরম ভোগান্তি তৈরি করেছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, জায়গাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তারা মনে করেন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়।