সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

ঘুমধুম সীমান্তে আরাকান আর্মির ২ সদস্য আটক

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৮, ২০২৫, ১০:৫৬ এএম

ঘুমধুম সীমান্তে আরাকান আর্মির ২ সদস্য আটক

ছবি- সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে আরাকান আর্মির (এএ) সদস্য সন্দেহে দুই উপজাতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই আটকের ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিম কুল চেকপোস্ট সংলগ্ন এলাকায় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিজিবি সদস্যরা তাদের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের একজনের কাছ থেকে আরাকান আর্মির সদস্যপদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও স্বীকারোক্তি পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আটককৃত দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়েছে। তাদের একজন হলেন নয়ন চাকমা (৩০), যিনি রাঙ্গামাটি সদর উপজেলার বেদবেদি গ্রামের বাসিন্দা। অন্যজন হলেন উলাই চাকমা (২৪), যিনি মিয়ানমারের মংডু জেলার ডেকুবুনিয়া থানার মেদাইক গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক এবং অপরজন মিয়ানমারের নাগরিক হওয়ায় এই ঘটনা আরও গুরুত্ব পাচ্ছে।

আটকের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। বিজিবি এই বিষয়ে আরও তথ্য সংগ্রহের জন্য জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। সীমান্তের এই স্পর্শকাতর পরিস্থিতিতে এই ধরনের আটক দেশের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির কঠোর অবস্থানের প্রতিফলন।