সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৭:৪৬ পিএম
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের তীব্র সংকট রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, বর্তমানে প্রায় ১০ হাজার চিকিৎসক এবং ১২ হাজার নার্সের ঘাটতি রয়েছে। এই সংকট মোকাবিলায় সরকার সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা জানান।
স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, সরকার নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়া মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, "ডাক্তারদের কোনো দল থাকতে পারে না।" একই সঙ্গে তিনি জানান, সরকার ভবিষ্যতে প্রয়োজনীয় ৩০০ ওষুধের দাম নির্ধারণ করবে, যা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে।
নূরজাহান বেগম জানান, সরকার ডিপ্লোমা নার্সদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে দক্ষ নার্সদের জাপানে পাঠানোর ব্যবস্থা করা হবে, যা প্রাথমিকভাবে চট্টগ্রাম থেকে শুরু হবে।