মোঃ মোমিনুল ইসলাম
আগস্ট ১০, ২০২৫, ০৯:৩২ এএম
জাতিসংঘ প্রতি বছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে পালন করে। বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষার গুরুত্ব তুলে ধরতে এই দিবসটি পালিত হয়। বাংলাদেশের বিভিন্ন স্থানের মতো দিনাজপুরেও দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এই আয়োজনে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও অস্তিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরে শনিবার (৯ আগস্ট) এক বর্ণাঢ্য আয়োজন করা হয়। আদিবাসী নারী শক্তি মঞ্চ এবং আদিবাসী নারী পরিষদের উদ্যোগে একটি র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
দিনাজপুর প্রেসক্লাব চত্বর থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জাতিসত্তার জীবনধারা, মৌলিক মানবাধিকার, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে সবাইকে আরও সচেতন হতে হবে। তারা অভিযোগ করেন, আদিবাসীরা তাদের ভূমি অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং নিজ ভূমিতে পরবাসীতে পরিণত হচ্ছেন। বক্তারা আরও বলেন, কোনো দেশকে এগিয়ে যেতে হলে আদিবাসী জনগোষ্ঠীকে সঙ্গে নিয়েই একটি সমতাভিত্তিক সমাজ ও টেকসই ভবিষ্যৎ গড়তে হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাগদালেনা সরেন, আদিবাসী নারী শক্তি মঞ্চ কেন্দ্রীয় শাখার সভাপতি রানী হাসদা এবং বাংলাদেশ আদিবাসী সমিতির সভাপতি বিশ্বনাথ সিং।
আলোচনা সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেখানে আদিবাসী শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করেন।
মাল্টিমিডিয়া রিপোর্টার