মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২
স্বস্তি বাজার

সবজির দামে আগুন: স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০২:৫০ পিএম

সবজির দামে আগুন: স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে

ছবি - সংগৃহীত

দেশের নিত্যপণ্যের বাজার বর্তমানে অস্থির, বিশেষ করে সবজির দামে কোনো স্বস্তি নেই। আলু ও কাঁচা পেঁপে ছাড়া বাজারে হাতেগোনা কয়েকটি সবজির দামই ১০০ টাকার নিচে রয়েছে। একই সঙ্গে মাছ-মুরগির দামও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

বাজারে এক কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়, আর লম্বা বেগুনের দাম ১০০ টাকা। ক্রেতাদের পছন্দের সবজি ঝিঙার কেজি ৮০ থেকে ১০০ টাকা। লাউ বিক্রি হচ্ছে প্রতিটি ৮০ টাকায় এবং বরবটির কেজি ১০০ টাকা।

ভারতীয় টমেটোর দাম ১৫০ টাকা এবং সিমের কেজি ১৮০ টাকা। কাঁচামরিচের দাম এখনও অসহনীয়, ১৮০ থেকে ২০০ টাকা কেজি। এছাড়া, দেশি পেঁয়াজের দামও স্থিতিশীল নয়, ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারও বেশ অস্বস্তিকর। চাষের মাছের দাম কিছুটা কম হলেও দেশি নদীর মাছ সাধারণের নাগালের বাইরে চলে গেছে। চাষের চিংড়ির কেজি ১ হাজার টাকার বেশি এবং দেশি বোয়ালের দামও ১ হাজার টাকা।

টেংরা ৬০০ থেকে ৯০০ এবং কাজলী মাছের কেজি ১ হাজার টাকা। ভরা মৌসুমেও ইলিশ মাছের দাম চড়া, যা ২৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, ইলিশের দাম বাড়ায় অন্যান্য মাছের দামেও প্রভাব পড়েছে। অন্যদিকে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৭৫ টাকায় এবং ডিমের ডজন ১৪০ থেকে ১৫০ টাকা।

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এসএম নাজের হোসাইন বলেন, "ভোক্তারা নানাভাবে ঠকছেন।

নিয়ন্ত্রণ সংস্থাগুলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।" তিনি আরও বলেন, "মূলত সিন্ডিকেট বলতে কিছু নেই। ব্যাপারী-ফড়িয়াদের খপ্পরে পড়ে কিছু কিছু পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়।" তিনি নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।