মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট, থাকছে বিশেষ ডিজাইন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১০, ২০২৫, ০৬:৫৬ পিএম

বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট, থাকছে বিশেষ ডিজাইন

ছবি- সংগৃহীত

অর্থনৈতিক লেনদেনকে নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রায়ই নতুন ডিজাইন ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যসহ নতুন নোট বাজারে ছাড়ে। সম্প্রতি, 'বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য' থিমের ওপর ভিত্তি করে বিভিন্ন মূল্যমানের নতুন নোট ছাপানো হচ্ছে। এই ধারায়, নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন ১০০ টাকা মূল্যমানের নোট বাজারে আসছে। এই নোটটিতে নান্দনিকতার পাশাপাশি জাল প্রতিরোধে উন্নত প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। এটি দেশের মুদ্রা ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। আগামী মঙ্গলবার (১২ আগস্ট) থেকে এই নোটটি বাজারে প্রচলিত হবে। এতে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষর থাকবে। রবিবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

নতুন এই ১০০ টাকার নোটটি 'বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য' শীর্ষক থিমের ওপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। নোটটির আকার হবে ১৪০ মিলিমিটার × ৬২ মিলিমিটার। এতে নীল রঙের আধিক্য রয়েছে।

  • সম্মুখভাগে: নোটের বামপাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত থাকবে।

  • পেছনভাগে: সুন্দরবনের ছবি মুদ্রিত থাকবে।

  • জলছাপ: জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখের নিচে উজ্জ্বল ইলেক্ট্রোটাইপ জলছাপে '100' এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে।

প্রাথমিকভাবে নতুন এই নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরবর্তীতে দেশের অন্যান্য অফিস থেকেও এটি পাওয়া যাবে। এই নতুন নোট বাজারে এলে পুরনো ১০০ টাকার নোটও প্রচলিত থাকবে। নতুন নকশা এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য নোটটিকে আরও আকর্ষণীয় ও নিরাপদ করবে।