আগস্ট ২২, ২০২৫, ০৫:২৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেছেন, তার প্যানেল বিজয়ী হলে নারী শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধান হবে। শুক্রবার দুপুরে মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সাদিক কায়েম জানান, তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বেশ কিছু সমস্যা চিহ্নিত করেছেন এবং এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি নিয়েই তাদের ইশতেহার সাজানো হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছার অভাবের কারণে ছাত্রীদের আবাসন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, প্রশাসন ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের জন্য বহুতল ভবন তৈরি করছে, অথচ শিক্ষার্থীদের আজিমপুরে বাসা ভাড়া করে থাকতে হচ্ছে।
ভিপি প্রার্থী আরও বলেন, নির্বাচিত হলে রেজিস্ট্রার বিল্ডিংকে আধুনিকায়ন করা হবে এবং সেখানে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা হবে। তিনি বলেন, 'লাঞ্চের পরে আসুন' ধরনের কথা আর চলবে না। এছাড়াও, সেখানে শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম কাজের ব্যবস্থা করা হবে।
শিবিরের ইশতেহারে আরও যেসব বিষয় অন্তর্ভুক্ত থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে:
-
সেন্ট্রাল মসজিদে কালচারাল সেন্টার স্থাপন।
-
হলের অডিটোরিয়াম, রিডিংরুম ও মাঠ সংস্কার।
-
অন্যান্য ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের অধিকার রক্ষা।
-
এক হলের ছাত্রীদের অন্য হলে প্রবেশের সুযোগ।
-
হলের ভেতরে গার্ডিয়ান লাউঞ্জ স্থাপন।
-
বাস সিন্ডিকেট নির্মূল।
-
ডে-কেয়ার ও চিলড্রেন কেয়ার স্থাপন।
এ সময় তার সঙ্গে শিবিরের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ এবং অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।