সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৬:৩৪ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সবকটি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে শুরু হয়ে আজ বুধবার সকাল ৬টার দিকে ফজিলাতুন্নেসা মুজিব হলের ফলাফল ঘোষণার মধ্য দিয়ে ১৮ হলের ফলাফল প্রকাশ শেষ হয়। এতে ভিপি ও জিএস পদে সাদিক কায়েম ও ফরহাদ বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন।
১৮ হলের মোট ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪,০৪২ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম পেয়েছেন ৫,৬৫৮ ভোট। অন্যদিকে, জিএস পদে ফরহাদ পেয়েছেন ৯,৭৪১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামীম পেয়েছেন ৪,৮৭৫ ভোট।
-
রোকেয়া হল: এই হলে সাদিক কায়েম ১৪৭২ এবং আবিদুল ৫৭৫ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ১১২০ ভোট পান।
-
জগন্নাথ হল: এখানে ভিপি পদে আবিদ ১২৭৬ ভোট পেয়ে এগিয়ে ছিলেন, যেখানে সাদিক কায়েম পান মাত্র ১০ ভোট। জিএস পদে মেঘমল্লার বসু ১১৭০ ভোট পেয়ে এগিয়ে ছিলেন।
-
সুফিয়া কামাল হল: এই হলে সাদিক কায়েম ১২৭০ ভোট, আবিদুল ইসলাম ৪২৩ এবং উমামা ফাতেমা ৫৪৭ ভোট পেয়েছেন।
-
শহীদুল্লাহ হল: সাদিক কায়েম ৯৬৬ এবং আবিদ ১৯৯ ভোট পেয়েছেন।
-
ফজলুল হক হল: সাদিক কায়েম ৮৪১ এবং আবিদ ১৮১ ভোট পেয়েছেন।
এই আংশিক ফলাফল থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, প্রধান পদগুলোতে সাদিক ও ফরহাদের জয় প্রায় নিশ্চিত। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছেন সবাই।