মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ভুল করেছি, তাই সবার কাছে ক্ষমা চাইছি: সোহেল রানা

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ১২:৫৬ পিএম

ভুল করেছি, তাই সবার কাছে ক্ষমা চাইছি: সোহেল রানা

ছবি - সংগৃহীত

দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে থাকা ঢালিউডের কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা সম্প্রতি এক অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে তার ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন। গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) বিএফডিসিতে প্রয়াত চলচ্চিত্রশিল্পীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন।

সোহেল রানা বলেন, "কে কখন চলে যাব, শিওর না। তাই এ সুযোগে আমার সঙ্গে যারা কাজ করেছেন বা ভবিষ্যতে করবেন, আমি যদি কারও প্রতি কোনো অন্যায় বা ভুল করে থাকি, আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। কারণ আমি জানি না, কবে চলে যাব।"তিনি আরও বলেন, "আমি ভুল করেছি, ভুল অনেক করেছি। তাই সবার কাছে ক্ষমা চাইছি। যেন মৃত্যুর পর মহান সৃষ্টিকর্তার কাছে নীতি ও আদর্শ নিয়ে দাঁড়াতে পারি।"

সোহেল রানার সংক্ষিপ্ত পরিচয়

চলচ্চিত্রে প্রবেশ: সোহেল রানা প্রযোজক হিসেবে ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ১১ জন’ এর মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন।

  • নায়ক ও পরিচালক: ১৯৭৩ সালে কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় চরিত্র অবলম্বনে নির্মিত ‘মাসুদ রানা’ সিনেমায় তিনি নায়ক হিসেবে অভিনয় করেন এবং একই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন।

  • সম্মাননা: তিনি তার অসাধারণ অবদানের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এবং ২০১৯ সালে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

সোহেল রানার এই আকস্মিক ক্ষমা চাওয়ার ঘটনাটি তার সহকর্মী ও ভক্তদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেছে।