মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

নিয়ম ভাঙেননি আবিদুল, ভোটকেন্দ্রে যেতে পারবেন প্রার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৩:১৩ পিএম

নিয়ম ভাঙেননি আবিদুল, ভোটকেন্দ্রে যেতে পারবেন প্রার্থী

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ভোটকেন্দ্রে প্রবেশ করে কোনো নিয়ম ভাঙেননি। ডাকসু নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, প্রার্থীরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করেছিলেন আবিদুল ইসলাম খান। এরপর একটি জাতীয় পত্রিকা তার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ তোলে, তবে আচরণবিধির কোনো নির্দিষ্ট ধারা উল্লেখ করেনি।

আচরণবিধি কী বলছে?

নির্বাচনী আচরণবিধির ১২ (খ) ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, "নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।" এই ধারা অনুযায়ী, প্রার্থীরা ভোটকেন্দ্রে প্রবেশ করার অধিকার রাখেন।

আবিদুল ইসলাম খান নিজেও বলেছেন যে, তিনি অনুমতি নিয়েই কেন্দ্রে প্রবেশ করেছেন। এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, "ছাত্রদলের ভিপি প্রার্থী মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন। স্পষ্টভাবে লেখা রয়েছে যে, রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রার্থী অবশ্যই প্রবেশ করতে পারবে, তদারকি করতে পারবে। কিন্তু সেগুলো নিউজ হয়ে গেল কেন সেটি বুঝতে পারলাম না।"

নির্বাচনের তথ্য:

  • ভোটগ্রহণ: সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

  • কেন্দ্র: ৮টি।

  • প্রার্থী: ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন এবং হল সংসদের ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন।

  • ভোটার: একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে।