সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৩:১৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা কিছু প্রার্থীর প্রাপ্ত ভোট সবাইকে বিস্মিত করেছে। তিন ভিপি প্রার্থী, মো. সুজন হোসেন, রাকিবুল হাসান এবং রাসেল হক, প্রত্যেকে একটি করে ভোট পেয়েছেন। ধারণা করা হচ্ছে, এই ভোটগুলো তাদের নিজেদেরই দেওয়া। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার সময় ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এই তথ্য জানান।
এছাড়া, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা মোট ৪৫ জন প্রার্থীর মধ্যে ২২ জন ১০টিরও কম ভোট পেয়েছেন। এই ফলাফল প্রমাণ করে যে, কিছু প্রার্থীর তেমন কোনো সমর্থন ছিল না এবং তাদের প্রচারণা তেমন সাড়া পায়নি।
এবারের ডাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩ হাজার ৮৮৪ ভোট এবং উমামা ফাতেমা ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন।
অন্যান্য শীর্ষ পদের মধ্যে, জিএস পদে ছাত্রশিবির সমর্থিত এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। এজিএস পদেও ছাত্রশিবিরের মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এই নির্বাচনের ফলাফল দেখিয়ে দিল যে, অল্প কিছু প্রার্থীই ভোটারদের প্রধান আকর্ষণ ছিলেন, বাকিরা তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি।