মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

উত্তরাখণ্ডের বিপর্যয়ে আবেগপ্রবণ সারা আলি খান

বিনোদন ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ১১:০৮ এএম

উত্তরাখণ্ডের বিপর্যয়ে আবেগপ্রবণ সারা আলি খান

ছবি- সংগৃহীত

উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের ভয়াবহ বিপর্যয় দেখে ব্যথিত হয়েছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। তার প্রথম সিনেমা 'কেদারনাথ'-এর শুটিংয়ের সময় উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে তার পরিচয় ঘটে। সেই দুঃসহ স্মৃতি আবারও তাজা হওয়ায় তিনি সামাজিক মাধ্যমে নিজের আবেগ প্রকাশ করেছেন।


বৃহস্পতিবার (৭ আগস্ট) সামাজিক মাধ্যমে এক পোস্টে সারা আলি খান লেখেন, "উত্তরাখণ্ডের ঘটনায় যাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, তাদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। প্রত্যেকে যাতে এই মুহূর্তে শক্তি সঞ্চার করে সুস্থ হয়ে উঠতে পারে, সেই প্রার্থনা করছি।"

মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে উত্তরকাশীর ধরালী গ্রাম ও হর্ষিল উপত্যকা ভেসে যাওয়ার কিছু হাড়হিম করা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এসব ভিডিও দেখে ভীতসন্ত্রস্ত সারা আলি খান বিপর্যস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সাহায্য করার জন্য উত্তরকাশী জেলার আপদকালীন কেন্দ্র থেকে প্রকাশিত জরুরি ফোন নম্বরগুলো শেয়ার করেছেন।

এদিকে, উত্তরাখণ্ডের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী উর্বশী রাউতেলাও। তিনি হরিদ্বারের মেয়ে হওয়ায় উত্তরাখণ্ডের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। উর্বশী বলেন, "উত্তরকাশীতে যা ঘটল, সেটি দেখার পর নিজের অন্তরের বেদনা ভাষায় প্রকাশ করতে পারব না।"