মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

দিনাজপুরের ঘোড়াঘাটে "ভাইরাল সাইমন" জনপ্রিয়তায় মাতাল অনলাইন

ফাহিম হোসেন রিজু

আগস্ট ২, ২০২৫, ১১:১৬ এএম

দিনাজপুরের ঘোড়াঘাটে

ছবি- ফাহিম হোসেন রিজু | ঘোড়াঘাট | দিনাজপুর টিভি

একদল তরুণ, একটি মোবাইল ক্যামেরা আর অফুরন্ত হাসির ভান্ডার—এই নিয়েই গড়ে উঠেছে দিনাজপুরের ঘোড়াঘাটের 'ভাইরাল সাইমন' নামের এক ব্যতিক্রমী কনটেন্ট ক্রিয়েটর গ্রুপ। গ্রামের সরল জীবন, মানুষের হাসি-কান্না আর প্রাণবন্ত আঞ্চলিক ভাষাকে একত্রিত করে তারা জয় করেছে অনলাইন জগৎ, যা এখন ঘোড়াঘাটের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে সারা দেশে।

সাইমন গ্রুপের কনটেন্ট তৈরির শুরুটা ছিল খুব সাধারণ। একটি পুরনো স্মার্টফোন এবং নিজেদের উঠোন বা পাড়ার দোকান থেকেই তাদের যাত্রা শুরু। প্রথমে তারা বন্ধুদের জন্য মজার ভিডিও বানাতেন, যা পরে TikTok ও Facebook-এ পোস্ট করতেন। একপর্যায়ে তাদের একটি ভিডিও, "কমলাবাগানের বাপ-বেটার কাহিনি", রীতিমতো ভাইরাল হয়ে যায়। তখন থেকেই সবাই 'ভাইরাল সাইমন' গ্রুপকে চিনতে শুরু করে। এই গ্রুপ মানুষের মন আরও বেশি আকৃষ্ট করে বাবা সুমন মিয়া ও ছেলে শিশু সাইমনের চমৎকার অঙ্গভঙ্গির কারণে।

সাইমনের ভিডিওগুলোতে কোনো জটিল সেটিং বা সিনেমাটিক ক্যামেরা নেই, নেই বিখ্যাত অভিনেতারা; তবুও তাদের অভিনয় সহজ ও হৃদয়গ্রাহী। এলাকার এক স্থানীয় দোকানি বলেন, "সাইমনের ভিডিওগুলোতে নিজের জীবনের প্রতিচ্ছবি দেখি। গ্রামের ছেলেটা এখন আমাদের গর্ব।" এক ছোট্ট শিক্ষার্থী বলেন, "স্কুল থেকে ফিরে আমি তার ভিডিওগুলো দেখি। তার অঙ্গভঙ্গিগুলো বড় মানুষদেরকেও হার মানায়।"

ভবিষ্যতে সাইমন ও তার বাবা সুমন মিয়া জানান, তারা একটি সম্পূর্ণ ইউটিউব নাটক নির্মাণ করতে চান। তাদের লক্ষ্য হলো গ্রামের জীবন, ভাষা আর হাসি-ঠাট্টাকে আরও বড় পরিসরে সবার সামনে তুলে ধরা।