জুলাই ২৬, ২০২৫, ০৪:০৬ পিএম
বলিউডের মতো টলিউড তারকাদের জীবনযাপন ও ফ্যাশন নিয়েও অনুরাগীদের আগ্রহ থাকে তুঙ্গে। তাদের ব্যবহৃত পোশাক, অ্যাকসেসরিজ বা অন্যান্য বিলাসবহুল পণ্যের দাম প্রায়শই আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। সম্প্রতি টলিপাড়ার সুপারস্টার দেবের একটি সাধারণ দেখতে টুপি নিয়ে এমনই কৌতূহল তৈরি হয়েছে, যার দাম শুনে অনেকেই চমকে গেছেন। দেবের মতো তারকাদের বিলাসবহুল জীবনযাপন সম্পর্কে এই ধরনের খবর অনুরাগীদের মধ্যে দারুণ আগ্রহ সৃষ্টি করে।
নিজেকে প্রমাণ করতে দীর্ঘ বছর সংগ্রাম করার পর টলিপাড়ার সুপারস্টার দেব এখন বাংলা ইন্ডাস্ট্রিতে রমরমা ব্যবসা করছেন। অভিনেতা হিসেবে সাফল্যের পাশাপাশি তার প্রযোজনা সংস্থাও বেশ জনপ্রিয়। এমন একজন তারকার ফ্যাশন যে এক নম্বর হবে, তাতে কোনো সন্দেহ নেই। দেবের সোশ্যাল মিডিয়া পেজ দেখলেই বোঝা যায়, তিনি ফ্যাশন সচেতন এবং ক্যাজুয়াল স্টাইলকেই প্রাধান্য দেন।
তবে সম্প্রতি তার ব্যবহৃত একটি টুপি সকলের নজর কেড়েছে। কালো রঙের গুচি (GUCCI) ব্র্যান্ডের এই টুপি, যার ওপরে লেখা রয়েছে ‘GUCCI’। দেখতে সাধারণ হলেও এই টুপির দাম জানলে চোখ কপালে উঠতে পারে। দেবের খুব প্রিয় এই টুপিটি তাকে প্রায়ই পরতে দেখা যায়।
সম্প্রতি এক ফিল্মি পার্টিতেও দেবের মাথায় এই টুপি নজরে আসে। জানা গেছে, গুচি ব্র্যান্ডের এই টুপিটির দাম প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি। তার বেশি হলেও অবাক হওয়ার কিছু নেই।
শুধু এই টুপিই নয়, কিছুদিন আগে দেবকে বিমানবন্দরে দেখা গিয়েছিল একটি ছোট Louis Vuitton কোম্পানির ব্যাগ সাইড করে নিতে। দেখতে ছোট হলেও এই ব্যাগটির দাম কিন্তু আকাশছোঁয়া। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে, এটির দাম দুই লাখ ৪৮ হাজার টাকা। আর এটি থেকেই অভিনেতা-সংসদ সদস্যের বিলাসবহুল জীবন সম্পর্কে ধারণা করা সম্ভব।
দেবের পরনে এমনিতেই নামি ব্র্যান্ডের শার্ট অথবা টি-শার্ট থাকে। নিজেকে ফ্যাশনেবল রাখতে সব সময়ই চান তিনি। যদিও দেব ছাড়াও গুচি ব্র্যান্ডের টুপি অনেক তারকাদেরই পরতে দেখা গেছে। যার মধ্যে রয়েছেন দেবচন্দ্রিমা, শুভশ্রী, মিমি।
চলতি বছরে দেবের তিনটি সিনেমা মুক্তির কথা রয়েছে। আগস্ট মাসে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আসছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ও রাণা সরকার প্রযোজিত 'ধূমকেতু'। এই ছবিতে শেষবার একসঙ্গে কাজ করেছেন দেব ও শুভশ্রী। এরপর ২০২৫-এর পুজাতে আসছে 'রঘু ডাকাত' এবং শীতের ছুটিতে মুক্তি পাবে 'প্রজাপতি ২', যার শুটিং প্রায় শেষের দিকে।
আপনার মতামত লিখুন: