সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

যে কারণে মাত্র ১৮ বছর বয়সে আত্মহত্যা করতে চেয়েছিলেন প্রিয়াংকা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১০, ২০২৫, ০৪:৩২ পিএম

যে কারণে মাত্র ১৮ বছর বয়সে আত্মহত্যা করতে চেয়েছিলেন প্রিয়াংকা

ছবি- সংগৃহীত

বলিউড থেকে হলিউডে পাড়ি জমানো অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া আজ আন্তর্জাতিক অঙ্গনে এক পরিচিত নাম। কিন্তু তার এই সফলতার পেছনে রয়েছে কঠিন এক সংগ্রামের গল্প। গায়ের রঙ নিয়ে কটাক্ষ, ক্যারিয়ারের শুরুতে অবহেলা—এমন নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি তার জীবন নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তার সাবেক ম্যানেজার জানিয়েছেন, টিনএজ বয়সে প্রিয়াংকা এতটাই মানসিক চাপে ছিলেন যে, মাত্র ১৮ বছর বয়সে তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন। এই ঘটনা প্রমাণ করে যে, সফলতার চূড়ায় পৌঁছানো কোনো তারকার জীবনও সবসময় মসৃণ হয় না।

বলিউডের ‘দেশি গার্ল’ খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, যিনি বর্তমানে একজন আন্তর্জাতিক তারকা হিসেবে পরিচিত, তার জীবনের এক কঠিন ও অপ্রত্যাশিত অধ্যায়ের কথা উঠে এসেছে। সম্প্রতি তার সাবেক ম্যানেজার প্রকাশ জাজু দাবি করেছেন, মাত্র ১৮ বছর বয়সে প্রিয়াংকা আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

প্রকাশ জাজু তার টুইটারে জানান, ২০০২ সালে প্রিয়াংকার তৎকালীন কথিত প্রেমিক অসীম মার্চেন্টের মায়ের মৃত্যুর পর তিনি অত্যন্ত ভেঙে পড়েছিলেন। অসীমের মায়ের সঙ্গে প্রিয়াংকার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল। তার এই আকস্মিক মৃত্যুতে প্রিয়াংকা মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েন যে, তিনি আত্মহত্যার চেষ্টা করেন। জাজু দাবি করেন, তিনি সময় মতো ঘটনাস্থলে পৌঁছে প্রিয়াংকাকে আত্মহত্যা করা থেকে বিরত রাখেন।

প্রিয়াংকার সাবেক ম্যানেজারের এমন বিস্ফোরক মন্তব্যের পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও প্রিয়াংকা নিজে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি, তবে তার মা মধু চোপড়া প্রকাশ জাজুর এই দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

জানা যায়, প্রকাশ জাজু এবং প্রিয়াংকার মধ্যে সম্পর্ক ভালো ছিল না। প্রিয়াংকা যখন তাকে ম্যানেজার পদ থেকে বরখাস্ত করেন, তখন জাজু তার বিরুদ্ধে মামলাও করেছিলেন। পরবর্তীতে প্রিয়াংকার বাবা অশোক চোপড়ার করা মামলার জেরে জাজুকে কারাগারেও যেতে হয়।

তবে এই ঘটনাটি আবারও তারকাদের জীবনের আড়ালে থাকা মানসিক চাপ এবং সংগ্রামের দিকটি সামনে নিয়ে আসে। প্রিয়াংকার মতো একজন সফল অভিনেত্রীর জীবনের এই কঠিন অধ্যায়, হতাশা থেকে বেরিয়ে এসে সফল হওয়ার এক অনুপ্রেরণার গল্প।