আগস্ট ৮, ২০২৫, ০৮:০৩ পিএম
চলতি বছরে দুটি ঈদের সিনেমায় সাফল্য পাওয়ার পর ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনে রয়েছেন। এই সফর শুধু ছুটি কাটানোর জন্য নয়, বরং তার নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি পোস্ট ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।
ঢালিউড সুপারস্টার শাকিব খান প্রায় মাসখানেক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ব্যক্তিগত এই সফরে তিনি তার প্রাক্তন স্ত্রী বুবলী এবং ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সময় কাটাচ্ছেন। তবে তার এই সফর কেবল অবকাশ যাপন নয়, বরং নতুন কোনো বড় কাজের প্রস্তুতি বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুক্রবার (৮ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এই বিষয়ে ভক্তদের কৌতূহল বাড়িয়েছেন।
শাকিব খান তার ফেসবুক স্টোরিতে লিখেছেন, "বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছুটোছুটি চলছে। এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি এমন একটি মুহূর্ত যা চুপচাপ রয়েছে বড় কিছু ঘটার অপেক্ষায়।" তিনি আরও উল্লেখ করেন, "খুব শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছি, যাতে থাকছে সাহসী, স্মরণীয় এবং আইকনিক কিছু।"
শাকিব খানের এই পোস্ট থেকে তার ভক্তরা ধারণা করছেন, তিনি সম্ভবত আন্তর্জাতিক মানের কোনো নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছেন। এমনও শোনা যাচ্ছে, তিনি হয়তো হলিউডের কোনো সিনেমায় কাজ করতে যাচ্ছেন।
চলতি মাসের শেষ দিকে শাকিব খানের দেশে ফেরার কথা রয়েছে। এরপর সেপ্টেম্বরে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত একটি নতুন সিনেমার শুটিং শুরু করার কথা আছে, যেটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শাকিব খানের এই মন্তব্যের পর সেই সিনেমা নিয়েও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।