মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

মালদ্বীপে কনসার্টে মাতাবেন আসিফ আকবর, ফিরলেন বিদেশ সফরে

বিনোদন ডেস্ক

আগস্ট ৭, ২০২৫, ০২:৩০ পিএম

মালদ্বীপে কনসার্টে মাতাবেন আসিফ আকবর, ফিরলেন বিদেশ সফরে

ছবি- সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর অনেক দিন পর বিদেশ সফরে গেলেন। মালদ্বীপের প্রবাসী বাংলাদেশি ও সংগীতপ্রেমীদের গান শোনাতে তিনি বুধবার (৬ আগস্ট) মালদ্বীপের উদ্দেশে রওনা দেন। আগামীকাল শুক্রবার (৮ আগস্ট) মালদ্বীপের হুলোমালে সিনথেটিক গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য এক কনসার্টে তিনি গান পরিবেশন করবেন।

আসিফ আকবর ধারাবাহিকভাবে গান প্রকাশ করে তার ভক্তদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। সম্প্রতি তার 'যত ভালোবাসি তোরে' নামের একটি নতুন রোমান্টিক গান প্রকাশ পেয়েছে, যা শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। মালদ্বীপের এই কনসার্টে তিনি তার নতুন এই গানটিও পরিবেশন করবেন বলে জানা গেছে।


এর আগে গত কুরবানির ঈদে আসিফ আকবর ভারতীয় গায়িকা সাধনা সারগামের সঙ্গে 'মন যে ছুঁয়েছে মন' নামে একটি দ্বৈত গান প্রকাশ করেছিলেন। এই গানটিও দর্শক-শ্রোতাদের কাছে বেশ সমাদৃত হয়েছিল।

আসিফের এই কনসার্টটি মালদ্বীপে বসবাসকারী প্রবাসীদের জন্য এক দারুণ বিনোদনের সুযোগ এনে দেবে বলে ধারণা করা হচ্ছে। এই কনসার্টের মাধ্যমে মালদ্বীপ প্রবাসীদের বিশাল একটা মিলনমেলা ঘটবে বলে আসিফ আকবর নিজেও আশা প্রকাশ করেছেন।