মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

শাকিবের পর এবার ‘জবাব’ নিয়ে আসছেন অপু বিশ্বাস

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৫, ২০২৫, ০৬:৩৫ পিএম

শাকিবের পর এবার ‘জবাব’ নিয়ে আসছেন অপু বিশ্বাস

ছবি- সংগৃহীত

শাকিব খান ও শবনম বুবলীর আমেরিকা ভ্রমণের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে রয়েছেন তারকা দম্পতিরা। এ নিয়ে নেটিজেনদের মাঝে চলছিল নানা জল্পনা-কল্পনা। শাকিব খানের নীরবতা ভাঙার পর এবার সব কৌতূহলের ‘জবাব’ নিয়ে আসছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইজ অন’র ‘স্টার ডায়েরি’ অনুষ্ঠানে তার সাক্ষাৎকার ব্যাপক সাড়া ফেলেছে।

সম্প্রতি শাকিব খান তার ছোট সন্তান শেহজাদ খান বীর এবং তার মা শবনম বুবলীকে নিয়ে আমেরিকা ভ্রমণের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। এর পর থেকেই নেটিজেনরা অপু বিশ্বাসের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিলেন। ‘আইজ অন’ চ্যানেলের ‘স্টার ডায়েরি’ সেলিব্রিটি শোতেই তিনি সব কৌতূহলের জবাব দেন। এই সাক্ষাৎকারের প্রথম পর্বেই দর্শকরা এক ভিন্ন অপুকে আবিষ্কার করেন, যিনি সাম্প্রতিক বিষয় নিয়ে দীর্ঘ নীরবতা ভেঙেছেন।

এবার আসছে এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব, যেখানে তিনি আরও নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।