সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

২৪ ঘণ্টা রাউটারে বিদ্যুৎ বিল কেমন আসে?

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ০৭:০৯ পিএম

২৪ ঘণ্টা রাউটারে বিদ্যুৎ বিল কেমন আসে?

ছবি- সংগৃহীত

বর্তমান সময়ে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ওয়াই-ফাই রাউটার ২৪ ঘণ্টা চালু রাখার প্রবণতা এখন প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায়। কিন্তু অনেকেই ভাবেন, এতে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। এই ধারণা কি আদৌ সঠিক? এই প্রতিবেদনে একটি রাউটার ২৪ ঘণ্টা চালু রাখলে কতটুকু বিদ্যুৎ খরচ হয় এবং এর ফলে বিদ্যুৎ বিলের ওপর কী প্রভাব পড়ে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

বাড়িতে ওয়াই-ফাই রাউটার ২৪ ঘণ্টা চালু রাখলে বিদ্যুৎ বিল কতটা বাড়তে পারে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। সাধারণত, একটি রাউটারে বিদ্যুৎ খরচ খুব বেশি হয় না। বেশিরভাগ রাউটার ৫ থেকে ২০ ওয়াটের মধ্যে বিদ্যুৎ ব্যবহার করে। তাই দিন-রাত চালু রাখলেও বিলের ওপর তেমন বড় কোনো প্রভাব পড়ে না।

 ধরা যাক, আপনার রাউটারটি প্রতি ঘণ্টায় ১০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। তাহলে এক মাসে (৩০ দিন) সেটি মোট ৭২০ ঘণ্টা চালু থাকে।

  • মোট বিদ্যুৎ খরচ: ১০ ওয়াট × ৭২০ ঘণ্টা = ৭,২০০ ওয়াট-ঘণ্টা।

  • এটিকে ইউনিটে রূপান্তর করলে: ৭,২০০ ÷ ১০০০ = ৭.২ ইউনিট

যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা ৫০ পয়সা হয়, তবে এক মাসে রাউটার বাবদ আপনার খরচ হবে:

  • ৭.২ ইউনিট × ৭.৫০ টাকা = ৫৪ টাকা

যদি আপনি রাতে রাউটার বন্ধ রাখেন (প্রায় ১২ ঘণ্টা), তবে এই খরচ অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ প্রায় ২৭ টাকা। সুতরাং, রাউটার ২৪ ঘণ্টা চালু রাখলেও বিদ্যুৎ বিলের ওপর খুব বেশি চাপ পড়ে না।

 বিশেষজ্ঞরা বলেন, ঘন ঘন রাউটার বন্ধ ও চালু করলে এর কার্যক্ষমতা হ্রাস পেতে পারে এবং আয়ুষ্কাল কমে যেতে পারে। তাই বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বারবার রাউটার বন্ধ না করাই ভালো।