আগস্ট ২৩, ২০২৫, ১০:৩২ পিএম
ইউক্রেনে একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মেজর সের্হিই বন্ডার নামে এক অভিজ্ঞ পাইলট নিহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সকালে যুদ্ধ মিশন শেষ করে ফেরার পথে অবতরণের মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে বলে ইউক্রেনের বিমানবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো তদন্তাধীন রয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনী জানায়, নিহত পাইলট মেজর সের্হিই বন্ডারকে গত জুন মাসে তার অসামান্য সাহসিকতা এবং দায়িত্বশীলতার জন্য রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছিল। তিনি ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং ইউক্রেনীয় বাহিনীর একজন অভিজ্ঞ সদস্য ছিলেন।
এই দুর্ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন রাশিয়া ইউক্রেনে আকাশপথে হামলা বাড়িয়ে দিয়েছে। ইউক্রেনীয় পাইলটরা ভূমিভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে এসব হামলা প্রতিহত করার কাজ করছেন।
২৩ আগস্ট রাতে রাশিয়া ইউক্রেনে ৪৯টি শাহেদ যুদ্ধ ড্রোন এবং ডিকয় পাঠায়। ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, এর মধ্যে ১৩টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে, বাকি ৩৬টি প্রতিহত করা হয়।
উল্লেখ্য, রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের একাধিক পাইলট প্রাণ হারিয়েছেন। এর মধ্যে চলতি বছরের জুনে এফ-১৬ যুদ্ধবিমানের পাইলট লেফটেন্যান্ট কর্নেল ম্যাকসিম উস্তিমেনকো নিহত হন