রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

জাতিসংঘের অধিবেশনে থাকছেন না মোদি, ভারত প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ০১:১০ পিএম

জাতিসংঘের অধিবেশনে থাকছেন না মোদি, ভারত প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী

ছবি - সংগৃহীত

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর, ২০২৪ - এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার প্রকাশিত সংশোধিত বক্তাদের প্রাথমিক তালিকায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন আনুষ্ঠানিকভাবে ৯ সেপ্টেম্বর শুরু হলেও, উচ্চপর্যায়ের বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথা অনুযায়ী, উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, এরপর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এটি হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ।

সংশোধিত তালিকা অনুসারে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ২৭ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে ভাষণ দেবেন। এর আগে গত জুলাই মাসের তালিকায় নরেন্দ্র মোদির নাম ২৬ সেপ্টেম্বরের বক্তা হিসেবে উল্লেখ ছিল। তবে এবারের তালিকায় সেই পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর ইসরায়েল, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের সরকারপ্রধানরা অধিবেশনে ভাষণ দেবেন বলে সূচিতে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। সে সময় তিনি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। তবে সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত রয়েছে।