মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

মণিপুর যাচ্ছেন মোদি: বিরোধীদের চাপে সফর, বাড়ছে বিতর্ক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:৪২ এএম

মণিপুর যাচ্ছেন মোদি: বিরোধীদের চাপে সফর, বাড়ছে বিতর্ক

ছবি- সংগৃহীত

দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুর সফরে যাচ্ছেন। আগামী ১২ সেপ্টেম্বর থেকে তার তিন দিনের উত্তর-পূর্বাঞ্চল সফর শুরু হবে, যার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতিগত সংঘাতে বিধ্বস্ত মণিপুর। গত বছরের মে মাস থেকে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে রাজ্যটি। শতাধিক মানুষের প্রাণহানি এবং হাজার হাজার মানুষের বাস্তুচ্যুতির পরও এতদিন মোদির নীরবতা নিয়ে তীব্র সমালোচনা চলছিল।

মণিপুরে সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী মোদি এই রাজ্যে কোনো সফর করেননি, যা নিয়ে বিরোধীরা বারবার অভিযোগ তুলেছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশের মতো নেতারা প্রশ্ন তুলেছেন, "বিদেশ সফরের জন্য মোদি সাহেব সময় পান, কিন্তু মণিপুরের জন্য সময় পান না কেন?" এই সমালোচনার পরপরই মোদির মণিপুর সফরের খবর আসায়, রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, বিরোধীদের তীব্র চাপের মুখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজেপি নেতাদের মতে, প্রধানমন্ত্রী এই সফরে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং শান্তি ও সম্প্রীতির বার্তা দেবেন। তবে বিরোধী শিবিরের মতে, এই সফর অনেক দেরিতে হচ্ছে এবং মানুষের আস্থা ফিরিয়ে আনতে কেবল সফর নয়, কার্যকর পদক্ষেপ জরুরি। সাধারণ মানুষ আশা করছেন, পুনর্বাসন, নিরাপত্তা ও ন্যায়বিচারের বিষয়ে মোদি সুস্পষ্ট ঘোষণা দেবেন। বিশ্লেষকরা মনে করছেন, এই সফর বিজেপির জন্য একটি পরীক্ষার মুহূর্ত, কারণ উত্তর-পূর্ব ভারতে রাজনৈতিক অবস্থান ধরে রাখতে মণিপুরের সংকট সমাধান অপরিহার্য।