আগস্ট ৮, ২০২৫, ১০:৫৯ এএম
লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েল নতুন করে ড্রোন হামলা চালিয়েছে, যাতে কমপক্ষে ছয়জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) এই হামলা চালানো হয় বলে লেবাননের রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে।
এনএনএ-র প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, বেকা উপত্যকার আল-মাসনা আন্তর্জাতিক সড়কে একটি গাড়িতে হামলায় পাঁচজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। এছাড়া, পূর্ব লেবাননের বালবেকের পশ্চিমে কাফার দান শহরে আরেকটি ড্রোন হামলায় একজন লেবানিজ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ওই ব্যক্তি ড্রোনটি লক্ষ্য করার সময় তার বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, দক্ষিণ লেবাননের মারজায়ুন জেলার দেইর সিরিয়ানে রাতভর ইসরায়েলি হামলায় এর আগে একজন সিরীয় নাগরিক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে, তারা হিজবুল্লাহর অবকাঠামোগত স্থানগুলোতে হামলা চালিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সামরিক অভিযান শুরু হয়। নভেম্বরে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই হামলাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়াচ্ছে।