মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সাত বছরে ৪৩ বার প্রস্তাব, অতঃপর বিয়ে ৩ সন্তানের জননীকে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ১০:৩৭ এএম

সাত বছরে ৪৩ বার প্রস্তাব, অতঃপর বিয়ে ৩ সন্তানের জননীকে

ছবি- সংগৃহীত

বিরল এক প্রেমের গল্পে ব্রিটেনের এসেক্সের বাসিন্দা সারাকে তার প্রেমিক লিউক টানা সাত বছর ধরে ৪৩ বার বিয়ের প্রস্তাব দিয়েছেন। অবশেষে লিউকের অনবরত প্রস্তাবে সারা সম্মতি দেওয়ায় সম্প্রতি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের এই রোমান্টিক কাহিনি এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পেশায় মার্কেটিং এক্সিকিউটিভ সারা তিন সন্তানের জননী। অন্যদিকে, তার প্রেমিক লিউক একজন ট্যাটুশিল্পী। তারা ২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন। উভয়েই অতীতে সম্পর্কের নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে জীবনে থিতু হতে চেয়েছিলেন।


তবে সারা নতুন করে সংসার শুরু করার আগে নিজেকে গুছিয়ে নিতে সময় চেয়েছিলেন। কিন্তু লিউক এতটাই ভালোবাসায় মগ্ন ছিলেন যে, সম্পর্কের ছয় মাস যেতে না যেতেই তিনি সারাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। লিউক প্রাগের প্রাসাদে ক্যান্ডেললাইট ডিনার, জামাইকার সমুদ্রসৈকতে ঘোড়ার পিঠে ঘোরাসহ নানা আকর্ষণীয় উপায়ে বারবার প্রস্তাব দিয়ে গেছেন। তবে প্রতিবারই সারা তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

অবশেষে, ২০২৩ সালে লন্ডনের গ্রিনিচে লিউকের এক আবেগঘন প্রস্তাবে সারা সম্মতি দেন। লিউক এক হাঁটু গেড়ে বসে সারাকে বলেছিলেন, "এই জায়গাটা পৃথিবীর কেন্দ্রবিন্দু আর আমার জীবনের কেন্দ্রবিন্দু হলে তুমি। আমি চাই তুমি আমাকে বিয়ে করো।" লিউকের এই আবেগঘন প্রস্তাব আর ফেরাতে পারেননি সারা।

চলতি বছরের মে মাসে তারা ক্যারিবিয়ান দ্বীপের জামাইকায় একটি 'ডেস্টিনেশন ওয়েডিং' সম্পন্ন করেন। তাদের এই বিরল ভালোবাসার গল্প এখন হাজারো মানুষের অনুপ্রেরণার উৎস।