আগস্ট ৪, ২০২৫, ১০:২৯ এএম
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযানের ফলে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। নারী, শিশুসহ হাজার হাজার বেসামরিক মানুষের প্রাণহানি এবং অবকাঠামো ধ্বংসের ঘটনা বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদ ও ক্ষোভের জন্ম দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো অস্ট্রেলিয়াতেও এই সংঘাতের প্রতিবাদে নিয়মিত বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ, গত রোববার সিডনিতে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে গত রোববার অস্ট্রেলিয়ার সিডনি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ ও মিছিলে অংশ নেন। স্থানীয় সময় দুপুর ১টার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে অস্ট্রেলিয়ার নাগরিকদের পাশাপাশি অভিবাসীরাও উপস্থিত ছিলেন। বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন হবে স্বাধীন’, ‘গাজা গাজা, তুমি কেঁদো না, ফিলিস্তিন কখনো হেরে যাবে না’, এবং ‘ইসরায়েল এবার তুমি থামো, গাজা মুক্ত করো’–এর মতো বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার।
বিক্ষোভকারীরা অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান। পাশাপাশি সংঘাত নিরসনে উদ্যোগ নিতে অস্ট্রেলিয়া সরকারের প্রতি আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানান তারা। একজন বিক্ষোভকারী বলেন, “প্রধানমন্ত্রী ও সরকারের কাছে আমার একটিই প্রশ্ন: নিন্দা আর ঘৃণা পাওয়ার জন্য ইসরায়েলের আর কী কী করতে হবে? আর কী করলে অস্ট্রেলিয়া সরকারের বিবেক জাগ্রত হবে?”
মিছিলে অংশ নেওয়া একজন বাংলাদেশি অভিবাসী জানান, তিনি কোনো দেশ, জাতি বা ধর্মের পক্ষে-বিপক্ষে নন। তিনি কেবল চান মানুষের ওপর এই হত্যাযজ্ঞ বন্ধ হোক। ওই বাংলাদেশি বলেন, “এই যুদ্ধ ধর্মের নয়। আজ চারদিকে তাকিয়ে দেখুন, শুধু মুসলিমরাই মিছিল করছেন না, সব দেশের, সব ধর্মের মানুষ ন্যায়বিচারের জন্য এগিয়ে এসেছেন, ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন।” এই সমাবেশ থেকে গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোরও দাবি জানানো হয়।