সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

গাজায় দুর্ভিক্ষ: ‘গণহত্যা নয়, দুঃখজনক’—ট্রাম্পের মন্তব্য

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৫, ১০:৫১ পিএম

গাজায় দুর্ভিক্ষ: ‘গণহত্যা নয়, দুঃখজনক’—ট্রাম্পের মন্তব্য

ছবি- সংগৃহীত

গাজায় ফিলিস্তিনিদের চরম খাদ্যসংকট নিয়ে মন্তব্য করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "আমরা চাই ইসরায়েল গাজাবাসীকে খাওয়াক।" তবে এই পরিস্থিতিকে 'গণহত্যা' বলতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন তিনি। ট্রাম্পের মতে, এটি একটি 'দুঃখজনক' ঘটনা, যা যুদ্ধের ফলে ঘটছে। সোমবার (৪ জুলাই) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে।

 গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে। এই অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় তীব্র খাদ্যসংকট ও দুর্ভিক্ষ দেখা দিয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ রয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা বারবার মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে।


রোববার নিউ জার্সির গলফ রিসোর্ট থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "আমরা বড় অঙ্কের সহায়তা দিচ্ছি— মূলত খাবার কেনার জন্য, যাতে মানুষ যেন খেতে পারে।" তিনি আরও বলেন, "আমরা চাই না কেউ না খেয়ে থাকুক বা অনাহারে মারা যাক।"

তবে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে 'গণহত্যা' বলা হচ্ছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "আমি তা বলব না— (এটা) দুঃখজনক। দেখুন, ওরা এক যুদ্ধে আছে।"

 ট্রাম্প দাবি করেছেন, গাজার জন্য যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ডলারের খাদ্য সহায়তা দিয়েছে। যদিও বিভিন্ন সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত মাত্র ৩ মিলিয়ন ডলার বাস্তবায়ন হয়েছে। সম্প্রতি মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ গাজা সফর করে বিতর্কিত 'গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন' (জিইচএফ)-এর কার্যক্রম পরিদর্শন করেছেন। উইটকফ জানান, তার এই সফরের উদ্দেশ্য হলো প্রেসিডেন্ট ট্রাম্পকে গাজার মানবিক অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছানোর একটি পরিকল্পনা তৈরি করা।