সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ ২২ ফিলিস্তিনি নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৭, ২০২৫, ০৫:২৭ পিএম

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ ২২ ফিলিস্তিনি নিহত

ছবি- সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় বৃহস্পতিবার দিনভর শিশুসহ অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, হামলায় আরও অনেকেই আহত হয়েছেন। এই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

আনাদোলু এজেন্সির বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ইসরাইলি বাহিনী গাজা সিটির উত্তর-পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায়। এতে তিনজন নিহত হন। গাজা সিটির উত্তরাঞ্চলের শেখ রিদওয়ান এলাকার একটি বাড়িতে বিমান হামলায় এক বৃদ্ধ এবং দুই নারী নিহত হন।


এছাড়াও, গাজার মধ্যাঞ্চলের পশ্চিম নুসাইরাত শরণার্থী শিবিরের একটি আবাসিক ফ্ল্যাটে ইসরাইলি হামলায় চারজন নিহত হন, যাদের মধ্যে দুইজন শিশু। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি বাড়িতে গোলাবর্ষণের কারণে পাঁচজন নিহত হন এবং বাড়িটিতে আগুন ধরে যায়।

রাফাহ শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা পাওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় ইসরাইলি গুলিতে পাঁচজন নিহত হন।

উল্লেখ্য, গত অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরাইলের হামলায় এখন পর্যন্ত গাজায় ৬১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। যুদ্ধের কারণে গাজার অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং সেখানে চরম দুর্ভিক্ষ চলছে।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার মামলা চলছে।