সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রের শুল্ক এড়াতে বাংলাদেশে পোশাক উৎপাদন করবে পার্ল গ্লোবাল

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ০৯:৪০ এএম

যুক্তরাষ্ট্রের শুল্ক এড়াতে বাংলাদেশে পোশাক উৎপাদন করবে পার্ল গ্লোবাল

ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে ভারতের শীর্ষ পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান পার্ল গ্লোবাল তাদের উৎপাদন ভারত থেকে সরিয়ে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) পার্ল গ্লোবালের মহাপরিচালক পল্লব ব্যানার্জি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, উচ্চ শুল্ক এড়ানোর জন্য তারা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও গুয়েতেমালায় থাকা নিজেদের ১৭টি কারখানায় উৎপাদন স্থানান্তর করবে।


[পল্লব ব্যানার্জি বলেন, “মার্কিন ক্রেতাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত ফোন পাচ্ছি। তারা চান, আমরা উৎপাদন ভারত থেকে অন্য কোনো দেশে নিয়ে যাই।” যুক্তরাষ্ট্রের গ্যাপ, কোলসের মতো বড় ব্র্যান্ডগুলো পার্ল গ্লোবালের প্রধান ক্রেতা। এই ব্র্যান্ডগুলো ভারত থেকে পণ্য আমদানিতে ৫০ শতাংশ শুল্কের বোঝা নিতে রাজি নয়।

গত এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন প্রথমবার ভারতের ওপর পাল্টা শুল্ক আরোপ করে। শুরুতে এই শুল্কের পরিমাণ কম থাকায় ভারতীয় রপ্তানিকারকরা মনে করেছিলেন, তারা বাংলাদেশ ও ভিয়েতনামের বাজার ধরতে পারবেন। কিন্তু এক সপ্তাহের মধ্যেই ট্রাম্প প্রশাসন শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করায় সব হিসাব-নিকাশ পাল্টে যায়।

এদিকে, বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এই পরিস্থিতি একটি বড় সুযোগ তৈরি করেছে। বর্তমানে বাংলাদেশ ও ভিয়েতনামের ওপর শুল্কহার ২০ শতাংশ, যা ভারতের তুলনায় অনেক কম। এর ফলে মার্কিন ক্রেতারা উচ্চ শুল্ক এড়াতে ভারত থেকে মুখ ফিরিয়ে বাংলাদেশ ও অন্যান্য বিকল্প দেশে ঝুঁকছেন। পার্ল গ্লোবালের এই সিদ্ধান্ত বাংলাদেশের পোশাক শিল্পের জন্য নতুন বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির সুযোগ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।