মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

গাজা সিটি ছাড়ব না: ফিলিস্তিনিদের দৃঢ় সংকল্প

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ১১:০২ পিএম

গাজা সিটি ছাড়ব না: ফিলিস্তিনিদের দৃঢ় সংকল্প

ছবি- সংগৃহীত

গত কয়েক মাস ধরে গাজায় ইসরায়েলের নির্বিচার সামরিক হামলা অব্যাহত রয়েছে। এই হামলায় হাজার হাজার মানুষ নিহত এবং আহত হয়েছেন। সম্প্রতি, ইসরায়েল গাজা সিটি সামরিকভাবে দখলের পরিকল্পনা ঘোষণা করার পর সেখানকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে, বারবার বাস্তুচ্যুত হওয়ার ক্লান্তিতে ফিলিস্তিনিরা এবার নিজেদের ভিটেমাটি না ছাড়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।

ইসরায়েলের গাজা সিটি দখলের ঘোষণার পর সেখানকার বাসিন্দারা বাস্তুচ্যুত হওয়ার শঙ্কার মুখেও নিজেদের ভিটেমাটি না ছাড়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজার বাসিন্দারা জানিয়েছেন, তারা সেখানেই বাঁচবেন এবং সেখানেই মরবেন।

যিনি ইসরায়েলের হামলা শুরুর পর থেকে অন্তত আটবার বাস্তুচ্যুত হয়েছেন, তিনি বলেছেন, "আমি স্রষ্টার নামে শপথ করছি, আমি ১০০ বার মৃত্যুর মুখোমুখি হয়েছি। তাই আমার জন্য এখানেই মৃত্যুবরণ করা ভালো।" একই কথা বলেছেন উম্মে ইমরান, "আমরা এখানে থাকব। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোথাও কেউ নিরাপদ নয়।"

আল-জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেছেন, গাজায় জাতিগতভাবে নির্মূল করার ইসরায়েলি পরিকল্পনা নিয়ে বাসিন্দারা আতঙ্কের মধ্যে আছেন। ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ শাওয়া বলেছেন, "জোরপূর্বক এবং বারবার বাস্তুচ্যুত হতে হতে বাসিন্দারা ক্লান্ত হয়ে পড়েছেন।"

ইসরায়েলি হামলায় গাজায় মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। শনিবার ভোর থেকে কমপক্ষে ৩৬ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী। এর মধ্যে ২১ জন ত্রাণের আশায় জড়ো হয়েছিলেন। আল-জাজিরার ব্রেকিং নিউজ অনুসারে, গত ২৪ ঘণ্টায় ক্ষুধায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যার ফলে অনাহারে মৃত্যুর সংখ্যা ২১২ জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছেন দেড় লাখেরও বেশি মানুষ।