মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১০, ২০২৫, ১০:০২ এএম

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

ছবি- সংগৃহীত

গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। বারবার যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকায় বেসামরিক মানুষের প্রাণহানি বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৩৬৯ জনে পৌঁছেছে। শনিবার (৯ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন কমপক্ষে ৪৯১ জন। এর ফলে যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত আহতের মোট সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৮৫০ জনে দাঁড়িয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমের সময়ও হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা ১ হাজার ৭৪৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া, ক্ষুধা ও অপুষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শিশুও রয়েছে।