বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলা: একদিনে ১০০ ফিলিস্তিনি নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৪, ২০২৫, ০৯:৩২ এএম

গাজায় ইসরায়েলি হামলা: একদিনে ১০০ ফিলিস্তিনি নিহত

ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার ভোর থেকে শুরু হওয়া হামলায় একদিনেই অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই গাজা সিটির বাসিন্দা। এই হামলা যুদ্ধবিরতির পর আবারও শুরু হওয়া সংঘাতকে নতুন করে উসকে দিয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে চিকিৎসা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বুধবার একদিনে ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৬১ জন। গাজার উত্তরাঞ্চলে হামলা আরও তীব্র হয়েছে এবং ত্রাণ বিতরণের অপেক্ষায় থাকা মানুষের ওপরও বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় খাদ্যের সন্ধানে থাকা অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামলার পাশাপাশি গাজায় মানবিক সংকটও গভীর হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত কারণে তিন শিশুসহ আরও আটজনের মৃত্যু হয়েছে। এর ফলে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৬ জনই শিশু।

এই সংঘাতের সূত্রপাত ঘটে ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায়। এর জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক অভিযান শুরু করে। দীর্ঘ ১৫ মাস পর যুদ্ধবিরতি কার্যকর হলেও, গত ১৮ মার্চ থেকে ইসরায়েলি বাহিনী আবারও হামলা শুরু করে।

এই হামলা এমন এক সময়ে হচ্ছে যখন ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি এবং দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আন্তর্জাতিক মহলের চাপ থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় সেখানকার পরিস্থিতি আরও জটিল ও অস্থিতিশীল হয়ে উঠেছে।