রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

ট্রাম্প-পুতিন বৈঠক ‘ফলপ্রসূ’: ইউক্রেন ইস্যুতে আশাবাদ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৬, ২০২৫, ১১:০৮ এএম

ট্রাম্প-পুতিন বৈঠক ‘ফলপ্রসূ’: ইউক্রেন ইস্যুতে আশাবাদ

ছবি- সংগৃহীত

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার শীর্ষ বৈঠকটি ‘অত্যন্ত ইতিবাচক’ হয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন। শনিবার (১৬ আগস্ট, ২০২৫) রাশিয়ান সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই বৈঠক দুই নেতাকে ইউক্রেন সংকটের সমাধানে ‘আত্মবিশ্বাসের সঙ্গে একত্রে এগিয়ে যাওয়ার’ সুযোগ করে দেবে।


ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এটিই ছিল ট্রাম্প এবং পুতিনের মধ্যকার প্রথম সরাসরি বৈঠক। যুদ্ধ বন্ধের বিষয়ে দুই দেশের মধ্যে একটি ফলপ্রসূ আলোচনার জন্য এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল। শুক্রবার আলাস্কার অ্যানকোরেজে মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় ৩ ঘণ্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর কোনো যৌথ সংবাদ সম্মেলন না হলেও, উভয় নেতা ও তাদের মুখপাত্ররা ইতিবাচক মন্তব্য করেছেন।

বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের জানান, তাদের আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে, যদিও কিছু বিষয়ের মীমাংসা এখনো বাকি রয়েছে। তিনি বলেন, "পরবর্তী সময়ে অগ্রগতি অর্জনের জন্য আমাদের খুব ভালো সুযোগ রয়েছে।" ট্রাম্প আরও বলেন যে, তিনি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবেন। তার মতে, "চুক্তি ‘শেষ পর্যন্ত’ তাদের ওপর নির্ভর করবে এবং তাঁদের সম্মত হতে হবে।"

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তার ‘আন্তরিক আগ্রহের’ কথা জানিয়েছেন। তিনি এই যুদ্ধকে একটি ‘ট্রাজেডি’ হিসেবে উল্লেখ করে বলেন, একটি স্থায়ী সমাধানের জন্য এই যুদ্ধের ‘মূল কারণগুলো’ নির্মূল করা প্রয়োজন। যদিও তিনি বিস্তারিতভাবে 'মূল কারণগুলো' কী তা উল্লেখ করেননি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন, দুই নেতা কেন কোনো প্রশ্নের উত্তর দেননি, কারণ তারা "বিস্তৃত বিবৃতি দিয়েছেন, তাই এর কোনো প্রয়োজন ছিল না।" পেসকভ বলেন, এই আলোচনা প্রমাণ করে যে, দুই দেশের নেতৃত্ব একটি সমাধানের পথ খুঁজে বের করতে আগ্রহী এবং তারা একে অপরের সঙ্গে 'গঠনমূলকভাবে' কাজ করতে প্রস্তুত।