রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

৪৭ মিনিট খেলেই গোল-অ্যাসিস্ট মেসির, মায়ামির জয় |

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১৭, ২০২৫, ১০:০৪ এএম

৪৭ মিনিট খেলেই গোল-অ্যাসিস্ট মেসির, মায়ামির জয় |

ছবি- সংগৃহীত

ইনজুরি থেকে ফিরে এসেই আবারও নিজের জাদুকরি পারফরম্যান্স দেখালেন লিওনেল মেসি। মাত্র ৪৫ মিনিট মাঠে নেমেই এক গোল ও এক অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে এলএ গ্যালাক্সির বিপক্ষে ৩-১ গোলে দারুণ জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। এই জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ পর আবারও জয়ের ধারায় ফিরল ইন্টার মায়ামি।

চলতি মাসের শুরুতে নেক্সাকার বিপক্ষে ম্যাচ চলাকালীন ১১ মিনিটেই চোট পেয়ে মাঠ থেকে উঠে গিয়েছিলেন মেসি। এরপর থেকেই তিনি ছিলেন মাঠের বাইরে। রোববার রাতে এলএ গ্যালাক্সির বিপক্ষে দলের হয়ে বদলি হিসেবে মাঠে নামেন ম্যাচের ৪৫ মিনিটে, তেলাসকো সেগোভিয়ার পরিবর্তে।

মেসি মাঠে নামার আগেই মায়ামি গোলের দেখা পেয়েছিল। ম্যাচের ৪৩ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন জর্দি আলবা। তবে বিরতির পর ৫৯ মিনিটে এলএ গ্যালাক্সি সমতা ফেরায় জোসেফ পেইন্টসিলের গোলে।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল বলে মনে হচ্ছিল, ঠিক তখনই ম্যাজিক দেখালেন মেসি। ম্যাচের শেষ ৬ মিনিটে তিনি একাই বদলে দিলেন ম্যাচের চিত্র। প্রথমে ৮৯ মিনিটে রদ্রিগো দে পলের পাস থেকে দারুণ ড্রিবলে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সের বাইরে থেকে নেওয়া এক শটে গোল করেন।

এর মাত্র কয়েক মিনিট পরই আবার মেসি জাদু। এবারও বল পেলেন দে পলের কাছ থেকে। তিনি ব্যাকহিল করে বলটি পাস দেন বক্সে ঢুকে পড়া লুইস সুয়ারেজের দিকে। সুয়ারেজ গোলরক্ষককে একা পেয়ে গোল করতে ভুল করেননি। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এই মৌসুমে মেসি মায়ামির হয়ে ১৯ ম্যাচে ১৯ গোল ও ১০ অ্যাসিস্ট করে দারুণ ফর্মে আছেন। এই জয়ের ফলে ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের চতুর্থ স্থানে উঠে এসেছে মায়ামি।