রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

নিজ ককটেলে ডাকাত নিহত, গণপিটুনিতে আহত ২: গজারিয়ায়

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৫, ১০:০১ এএম

নিজ ককটেলে ডাকাত নিহত, গণপিটুনিতে আহত ২: গজারিয়ায়

ছবি- সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ডাকাতির চেষ্টাকালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক ডাকাত দলের সদস্যের হাতে নিজেদের ছোড়া ককটেল বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় জনতার গণপিটুনিতে আহত হয়েছেন আরও দুই ডাকাত। এই ঘটনা সারাদেশ-এর অপরাধ জগতে এক ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছে। শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার হোসেন্দি ইউনিয়নের ভাটি বলাকী গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

নিহত ডাকাতের নাম চান মিয়া (৪৮)। আহত দুই ডাকাতকে জনগণ গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। অন্যদিকে, ডাকাত দলের হামলায় স্থানীয় দুই বাসিন্দা আলম (৩৭) ও সোহাগ (১৬) আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটি বলাকী গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে কয়েকটি বাল্কহেড নোঙর করা ছিল। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে একটি নৌ ডাকাত দল ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয়। পরদিন শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তারা আবার ফিরে আসে। খবর পেয়ে গ্রামবাসীরা তাদের প্রতিরোধ করতে এলে ডাকাত দল আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় এক ডাকাতের হাতে ককটেল বিস্ফোরিত হয়ে তার কবজি উড়ে যায় এবং সে ঘটনাস্থলেই মারা যায়। অন্য দুই ডাকাতকে ধাওয়া করে আটক করে স্থানীয় জনতা।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান বলেন, "স্থানীয়রা তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে পাঠানো হয়, যেখানে একজন মারা যায়।" তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ জানান, ঘটনাটি নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির সীমানায় পড়েছে, তাই বিষয়টি তারাই দেখছেন। এই ঘটনা প্রমাণ করে যে, সাধারণ মানুষের প্রতিরোধের মুখে অপরাধীরাও বেকায়দায় পড়তে পারে।