আগস্ট ১৭, ২০২৫, ০৫:৩০ পিএম
সারাদেশ-এর বাজারে ভেজাল পণ্যের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এবার মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধ কসমেটিকস কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। রোববার (১৭ আগস্ট) সকালে পরিচালিত এক অভিযানে তারা বিপুল পরিমাণ অবৈধ ও ভেজাল মিশ্রিত কসমেটিকস আইটেম এবং যন্ত্রপাতি জব্দ করে। এ সময় কারখানার মালিককেও আটক করা হয়েছে।
মুন্সীগঞ্জ সেনা ক্যাম্প জানায়, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নে প্রাক্তন চেয়ারম্যান কালামের বাড়িতে সেনাবাহিনীর একটি দল এবং জেলা প্রশাসকের প্রতিনিধির উপস্থিতিতে এই অভিযান চালানো হয়।
অভিযানে প্রায় ২৪ ধরনের অবৈধ ও ভেজাল মিশ্রিত কসমেটিকস পণ্য জব্দ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
-
বিভিন্ন আকারের অলিভ অয়েল (২০০০ বোতল), অর্গানিক হেয়ার অয়েল (১৫০০ বোতল)।
-
কিউট গ্লিসারিন (১২০০ বোতল), জেসমিন বডি স্প্রে (৮০০ বোতল)।
-
গৌরী ক্রিম (১৪০০ পিস), লতা হারবাল ক্রিম (৮০০ পিস) ও অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম।
-
এছাড়া বিভিন্ন ধরনের সুগন্ধি কেমিক্যাল, ড্রাম ভর্তি তেল (৭০০ লিটার) এবং ক্রিম তৈরির একটি মেশিন জব্দ করা হয়।
-
জব্দকৃত পণ্যের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্পত্তি হিসেবে থাকা নিরাপদ কনডমও রয়েছে।
জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ১০ থেকে ১৫ লাখ টাকা বলে জানা গেছে।
অভিযানের সময় অবৈধ কারখানার মালিক মো. ইয়াছিনকে (৩৫) আটক করা হয়। জানা গেছে, তিনি গত এক বছর ধরে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।