রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনি শিশুর মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ১২:১১ পিএম

গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনি শিশুর মৃত্যু

ছবি - সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অবরোধের কারণে অপুষ্টিতে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির (এএ) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মারা যাওয়াদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

শনিবার (৩০ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অপুষ্টির কারণে এই নতুন ১০ জনের মৃত্যুর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩২-এ, যাদের মধ্যে ১২৪ জন শিশু।

বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) অনুসারে, গাজা উপত্যকার গাজা গভর্নরেটে দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ তা দেইর আল-বালাহ এবং খান ইউনিস গভর্নরেটে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আইপিসি গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর থেকে এ পর্যন্ত ৫৪ জন অনাহারে মারা গেছেন, যার মধ্যে নয়জন শিশু।