সেপ্টেম্বর ৭, ২০২৫, ১০:৩৮ এএম
যুক্তরাষ্ট্র তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)-এর লাইসেন্স বাতিল করেছে। এই লাইসেন্স বাতিলের ফলে প্রতিষ্ঠানটি অবাধে যুক্তরাষ্ট্র থেকে চীনে উন্নত প্রযুক্তি রপ্তানি করতে পারছিল, সেই সুযোগ এখন সীমিত হয়ে পড়বে। এই পদক্ষেপটি মার্কিন বাণিজ্য বিভাগের নতুন কঠোর প্রযুক্তি রপ্তানি নীতির অংশ বলে জানা গেছে।
টিএসএমসি জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে চীনে তাদের উৎপাদন কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। যদিও চীনে তারা মূলত পুরোনো প্রজন্মের চিপ উৎপাদন করে, তবুও এই লাইসেন্স বাতিল তাদের কার্যক্রমকে প্রভাবিত করবে।
কোম্পানিটি বর্তমানে পরিস্থিতি মূল্যায়ন করছে এবং যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করবে। একইসঙ্গে তারা চীনে তাদের কারখানার কার্যক্রম চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়ার স্যামসাং এবং এসকে হাইনিক্সের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে চীনে তাদের কারখানায় মার্কিন পণ্য সরবরাহ করা আরও কঠিন হয়ে পড়েছে। মার্কিন সরকার জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ টিএসএমসির উন্নত প্রযুক্তি রপ্তানির অনুমতি সম্পূর্ণরূপে বাতিল করা হবে।
টিএসএমসি বিশ্বের অন্যতম বড় সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যারা এনভিডিয়াসহ বিভিন্ন বৈশ্বিক প্রযুক্তি সংস্থার জন্য চিপ তৈরি করে। যুক্তরাষ্ট্র চীনের ওপর প্রযুক্তি রপ্তানিতে কড়া নিয়ন্ত্রণ আরোপ করছে তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য।
মার্কিন বাণিজ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো 'রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁক' দূর করা, যা মার্কিন কোম্পানিগুলোকে 'প্রতিযোগিতামূলক অসুবিধার' মধ্যে ফেলতে পারে।