মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ইউক্রেনে ড্রোন কেনায় দুর্নীতি, এমপিসহ একাধিক কর্মকর্তা গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩, ২০২৫, ০১:২৩ পিএম

ইউক্রেনে ড্রোন কেনায় দুর্নীতি, এমপিসহ একাধিক কর্মকর্তা গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

সামরিক ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম কেনাকাটায় বড় ধরনের ঘুষ ও দুর্নীতির চিত্র উদ্‌ঘাটন করেছে ইউক্রেনের দুর্নীতিবিরোধী সংস্থাগুলো। এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন ইউক্রেনীয় সংসদ সদস্য (এমপি), জেলা ও শহর প্রশাসনের প্রধানরা এবং জাতীয় গার্ডের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে জানান, এই দুর্নীতির ঘটনায় সরকারিভাবে নির্ধারিত দামের চেয়ে প্রায় ৩০% বেশি দামে সরবরাহকারীদের সঙ্গে চুক্তি করা হয়েছিল।

তিনি আরও বলেন, ইউক্রেনে দুর্নীতির প্রতি 'শূন্য সহনশীলতা' থাকতে হবে এবং দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর কর্মকাণ্ডের প্রশংসা করেন।

এর আগে, দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের পর গত বৃহস্পতিবার ইউক্রেনের দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়। সরকারের এক প্রস্তাবিত বিল অনুযায়ী, ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরো ও স্পেশালাইজড অ্যান্টি-করাপশন প্রসিকিউটরস অফিসের স্বাধীনতা খর্ব করা হচ্ছিল, যা বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয়।

জেলেনস্কি দাবি করেন, এই সংস্থাগুলোকে 'রুশ প্রভাব থেকে মুক্ত' করার জন্য তিনি এ ধরনের পদক্ষেপ নিতে চেয়েছেন এবং উচ্চপর্যায়ের দুর্নীতির মামলায় কে অভিযুক্ত হবে তা নির্ধারণের ক্ষমতা অ্যাটর্নি জেনারেলের হাতে দিতে চেয়েছিলেন। তবে অনেকেই এটিকে ইউক্রেনে দুর্নীতিবিরোধী প্রচেষ্টার জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন। এর ফলে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের পর এটিই ছিল সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন।

এই ঘটনাটি ইউক্রেনের যুদ্ধকালীন পরিস্থিতি এবং অভ্যন্তরীণ সুশাসনের চ্যালেঞ্জকে আরও জটিল করে তুলেছে।