আগস্ট ১১, ২০২৫, ০৪:০৭ পিএম
দিল্লির সংসদ চত্বর থেকে নির্বাচন কমিশনের সদর দফতর পর্যন্ত আজ সোমবার (১১ আগস্ট, ২০২৫) ভারতীয় বিরোধী দলগুলোর জোট **‘ইন্ডিয়া’**র এক বিরল ঐক্য দেখা গেল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে “ভোটাধিকার খর্বের চক্রান্ত” আখ্যা দিয়ে ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা সকালে সংসদের মকর দ্বারে জমায়েত হন।
জাতীয় সঙ্গীত গেয়ে ও হাতে “চুপি চুপি ভোটের কারচুপি” পোস্টার নিয়ে মিছিলের সূচনা হয়। তৃণমূলের মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, শিবসেনার সঞ্জয় রাউত—সবার কণ্ঠেই ছিল নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান।
বিরোধীদের মূল অভিযোগ হলো, SIR প্রক্রিয়ায় বিরোধী সমর্থক ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। ইন্ডিয়া জোটের নেতারা বলছেন, আগে থেকেই কেন্দ্র ও কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ উঠছিল, আজকের কর্মসূচি সেই অসন্তোষের বিস্ফোরণ।
ইন্ডিয়া গেট–সংসদ এলাকা হয়ে মিছিল পরিবহণ ভবনের সামনে পৌঁছাতেই দিল্লি পুলিশ ব্যারিকেড বসিয়ে তাদের আটকায়। মহুয়া মৈত্র ও সুস্মিতা দেব ব্যারিকেডে উঠে স্লোগান দেন, আর অখিলেশ যাদব তা লঙ্ঘন করে এগিয়ে যান। শেষ পর্যন্ত রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, সঞ্জয় রাউতসহ বহু নেতাকে পুলিশ আটক করে।
নির্বাচন কমিশন এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে আজকের এই ঘটনা দিল্লির রাজনীতিতে নতুন এক অগ্নিপর্বের সূচনা করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।