মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলা’—হুঁশিয়ারি ট্রাম্পের

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৭, ২০২৫, ০৮:২৪ পিএম

পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলা’—হুঁশিয়ারি ট্রাম্পের

ছবি- সংগৃহীত

ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে, তবে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা চালাবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইরানের পক্ষ থেকে পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণার পর তিনি এই মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমরা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করেছি, কারণ আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রেখেছি। তারা যদি আবার শুরু করার কথা বলে, সেটা তাদের জন্য খুবই বিপজ্জনক কাজ হবে। কারণ, আমরা ফিরে আসব।”


তিনি আরও জোর দিয়ে বলেন, “যেই মুহূর্তে তারা শুরু করবে, আমরা ফিরে আসব। এবং আমি মনে করি, তারা সেটা ভালোভাবেই বোঝে।”

এর আগে গত জুনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে দুই পক্ষ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।

তবে, সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি, বরং মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে। ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের সঙ্গে সহযোগিতা সীমিত করায় এই উত্তেজনা আরও বেড়েছে।